কালীগঞ্জে আলোচিত দুলাল ভান্ডারী হত্যা মামলায় আরও একজন আটক

 প্রকাশ: ০২ জুন ২০২৩, ১১:০৫ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

কালীগঞ্জে আলোচিত দুলাল ভান্ডারী হত্যা মামলায় আরও একজন আটক


সামসুল হক জুয়েল (গাজীপুর):  গাজীপুরের কালীগঞ্জে আলোচিত দুলাল ভান্ডারী  হত্যা মামলায় শাহীন (২৮) নামের আরও একজনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। আটককৃত শাহীন (২৮) উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের মৃত আব্দুল কাইয়ুম এর ছেলে। আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার ওসি (অপারেশন) মোহাম্মদ সাব্বির রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুল কাইউমের ছেলে শাহীনকে (২৮) আটক করেন। শুক্রবার (২ জুন) বিকেলে তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাকে আদালতে প্রেরণ করে।

উল্লেখ্য, গত ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুলাল ভান্ডারী তুমলিয়া ইউনিয়নের বর্ত্তুল মোড়ে পৌছলে পূর্ব শত্রুতার জের ধরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে নৃসংশভাবে হত্যা করে। নিহত দুলাল ভান্ডারী তুমলিয়া ইউনিয়নের পাড়ারটেক গ্রামের মৃত বিল্লাল মিয়ার পুত্র। এ ঘটনায় নিহতের পুত্র আরাফাত বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছ, যার নং ১১(৫)২৩।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান বলেন, কালীগঞ্জে আলোচিত দুলাল ভান্ডারী হত্যার ঘটনায় ২২ দিন পর তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্তে প্রাপ্ত আসামী শাহীনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: